হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার রেলগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু 

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর মগবাজারের ওয়ারলেসগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় সাপজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, ভোরে ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। 

মৃত সাপজলের স্ত্রী নারগিস আক্তার জানান, তাঁরা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন। আর তাঁর স্বামী সাপজল মাটি কাটার কাজ করতেন।

নারগিস আরও বলেন, ‘ভোরে আমি কাজে বের হয়ে যাই। আমাকে এগিয়ে দেওয়ার জন্য দুজন একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলাম। রেললাইন পার হয়ে আমাকে এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

সাপজলের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইজাপাড়া গ্রামে। বাবার নাম কবির হোসেন। বর্তমানে মগবাজার ওয়ারলেসগেট বস্তিতে থাকতেন। তাঁদের কোনো সন্তান নেই।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১