হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার রেলগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু 

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর মগবাজারের ওয়ারলেসগেটে মালবাহী ট্রেনের ধাক্কায় সাপজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, ভোরে ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। 

মৃত সাপজলের স্ত্রী নারগিস আক্তার জানান, তাঁরা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন। আর তাঁর স্বামী সাপজল মাটি কাটার কাজ করতেন।

নারগিস আরও বলেন, ‘ভোরে আমি কাজে বের হয়ে যাই। আমাকে এগিয়ে দেওয়ার জন্য দুজন একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলাম। রেললাইন পার হয়ে আমাকে এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

সাপজলের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইজাপাড়া গ্রামে। বাবার নাম কবির হোসেন। বর্তমানে মগবাজার ওয়ারলেসগেট বস্তিতে থাকতেন। তাঁদের কোনো সন্তান নেই।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে