হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে কমেছে তাপমাত্রা, আগামীকালও বন্ধ বিদ্যালয় 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে তাপমাত্রা আরও কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে আগামীকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। 

টাঙ্গাইলের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে শীতের তীব্রতা আরও বেড়েছে। গতকাল সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 
 
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে যাওয়ায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ রয়েছে। শীতের তীব্রতা বাড়ায় আগামীকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক না হলে এই ছুটি বাড়তে পারে। 

এদিকে গত কয়েক দিন ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা। হিমেল হাওয়ায় শীত বেড়েছে নদীতীরবর্তী এই জেলায়। কাজে যেতে না পেরে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমেছে আয়। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামাঞ্চলের মানুষ। প্রচণ্ড শীতে বয়োবৃদ্ধ ও শিশুরা ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। 

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। আজ টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ জেলায় বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন