রূপগঞ্জের চনপাড়া-নোয়াপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে ২০ যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠে গেলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা দুইজন হলেন-চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
চনপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, বুধবার রাতে ২০ যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এসময় নদীর মাঝে গেলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২০ জন যাত্রীর মাঝে ১৮ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে বাকি দুজন নিখোঁজ রয়েছেন বলে অন্য যাত্রীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।