হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরার ১১ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

পৃথক অভিযানে গ্রেপ্তার ৪। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলবুল আহমেদ, সজল আমিন, হিরণ মিয়া ও আবুল হোসেন ওরফে হাসান।

শামীম আহম্মেদ জানান, তুরাগের বাউনিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সিভিল সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে খুচরা মাদক কারবারি সজল আমিনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে বিকেল ৫টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক কারবারি হিরণ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক কারবারের মূল হোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক মূল হোতা রবিউল ইসলামকে পাওয়া যায়নি। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেল বেলায়েত হোসেন ও উপপরিচালক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব