হোম > সারা দেশ > ঢাকা

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের একজন আহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। 

আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না। 

অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷ 

প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির