হোম > সারা দেশ > ঢাকা

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের একজন আহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। 

আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না। 

অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷ 

প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট