হোম > সারা দেশ > ঢাকা

বেনাপোল এক্সপ্রেসে আগুন: নাশকতার মামলায় বিএনপির ২ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 

অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়। 

বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন