হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির হলে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্তে কমিটি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ছাত্রলীগের তথাকথিত ‘গেস্টরুমে’ অচেতন হয়ে পড়েন এক শিক্ষার্থী। এ ঘটনায় তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে হল প্রশাসন। 

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের গেস্টরুমে অচেতন হয়ে পড়েন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম। ছাত্রলীগ করা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গেস্টরুমে ছিলেন তখন। তাঁদের নেতৃত্বে ছিলেন হলের শীর্ষ পদপ্রত্যাশী রাব্বি আহমেদ, সাদিক হাসান ও সাবাত আল ইসলাম। তাঁরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, দীর্ঘসময় ধরে গেস্টরুমে ছিলেন তাঁরা। তখন নিয়ামুল ‘খারাপ লাগছে’ বললেও তাঁকে যেতে দেওয়া হয়নি। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। তাঁকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে রাব্বি আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরে সিনিয়র-জুনিয়র মিলে বসে কীভাবে ঈদের ছুটি কেটেছে তা নিয়ে পারস্পরিক খোঁজখবর নেওয়া হচ্ছিল। কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। কোনো ধরনের চিকিৎসারও প্রয়োজন হয়নি। গরমের কারণে এ রকম হয়েছে।’ 

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান। বাকি সদস্যরা হলেন আবাসিক শিক্ষক মোহা. জাহাঙ্গীর হোসেন ও আবু হোসেন মুহাম্মদ আহসান। 

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। খোঁজখবর নেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ