হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পরিবার বিয়ের প্রস্তাব না মানায় তরুণ-তরুণীর বিষপান, চিকিৎসাধীন তরুণের মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পরিবারের লোকজন তরুণ-তরুণীর সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তাঁরা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার চার দিন পর আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরুণ মো. নজরুল (২৪)। এদিকে হাসপাতালে এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তরুণী সৌরভী সরকার। 

গত বুধবার উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বানিয়াড়া গ্রামে ওই তরুণ-তরুণীর বিষপানের ঘটনা ঘটান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. নজরুলের সঙ্গে একই এলাকার সনাতন ধর্মাবলম্বী সাগর সরকারের মেয়ে সৌরভী সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাঁরা বিয়ে করতে সম্মত হলে তাদের এ সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়নি। পরে তারা গত বুধবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে দুই পরিবারের স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণ মারা যান। এদিকে সৌরভী সরকার নামে প্রেমিকা তরুণী সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন