হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পরিবার বিয়ের প্রস্তাব না মানায় তরুণ-তরুণীর বিষপান, চিকিৎসাধীন তরুণের মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পরিবারের লোকজন তরুণ-তরুণীর সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তাঁরা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার চার দিন পর আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরুণ মো. নজরুল (২৪)। এদিকে হাসপাতালে এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তরুণী সৌরভী সরকার। 

গত বুধবার উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বানিয়াড়া গ্রামে ওই তরুণ-তরুণীর বিষপানের ঘটনা ঘটান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. নজরুলের সঙ্গে একই এলাকার সনাতন ধর্মাবলম্বী সাগর সরকারের মেয়ে সৌরভী সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাঁরা বিয়ে করতে সম্মত হলে তাদের এ সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়নি। পরে তারা গত বুধবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে দুই পরিবারের স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণ মারা যান। এদিকে সৌরভী সরকার নামে প্রেমিকা তরুণী সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু