হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার ১০ বছরের পুরোনো মামলায় বিএনপি নেতা রবিউলের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে দুটি ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে এই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। একটি ধারায় দুই বছর ও আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

সাজাপ্রাপ্ত আসামি রবিউল কলাবাগান থানা বিএনপি নেতা ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী বলে জানা গেছে। অন্যরা এলাকার স্থানীয় বিএনপি নেতা-কর্মী।

২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলামের নেতৃত্ব ৫০-৬০ জন নেতা-কর্মী সরকারের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণসহ এলাকায় হামলা করে গাড়ি ভাঙচুরসহ পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা