হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আঘাত পেয়ে এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা সেতু এলাকায় অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন সম্রাট তালুকদার (২৬)। তিনি অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে। গুরুতর আহত অন্য আরোহী হৃদয় মিয়া (২৫) একই গ্রামের শাহ আলমের ছেলে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট ও হৃদয় বাইক চালিয়ে মিঠামইন উপজেলা সদরে যাওয়ার পথে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পান। এ সময় পথচারীরা তাঁদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সম্রাট তালুকদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদয়ের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নিক্সন বিশ্বাস বলেন, ‘হাসপাতালের চিকিৎসা দেওয়ার সময় সম্রাটের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় হৃদয়কে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে