হোম > সারা দেশ > ঢাকা

ভৈরবে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে একই গ্রামের আলমগীর ও তার সহযোগী মানিক নামের দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারীর স্বামী। অভিযুক্ত দু-জনই উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।
 
ভুক্তভোগী গৃহবধূর বলেন, তার স্বামী একজন বাদাম বিক্রেতা। গত বুধবার তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে রাত ২টার দিকে অভিযুক্ত আলমগীর তাঁর ঘরে এসে ডাকতে শুরু করে। এ সময় তিনি কারণ জানতে ঘরের দরজা খুলে দিলে আলমগীর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপরই তাঁর ঘরে প্রবেশ করেন আলমগীরের সহযোগী মানিক। একইভাবে তিনিও ধর্ষণ করেন ওই নারীকে। পরদিন সকালে ঘটনাটি স্বামীসহ এলাকার মাতবরদের জানান তিনি। কিন্তু এলাকার একটি মহল বিচার না করে, উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে স্বামীকে সঙ্গে নিয়ে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন।

গৃহবধূর স্বামী বলেন, ‘আমি ঢাকাতে বাদাম বিক্রি করি। ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে এসে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ বলছে, ঘটনাটি সত্য কিনা তদন্ত করা হচ্ছে। সারা দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযোগটি মামলার হিসেবে নিচ্ছে না।’
 
গৃহবধূর স্বামীর দাবি, ‘কোনো নারী তাঁর সম্মান না হারালে কেন থানায় যাবে? আমার কি ছেলে-মেয়ে বা সমাজ নেই?’

এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটির সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব