হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলার তদন্তভার পেয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পাওয়ার পর তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। তদন্তের স্বার্থে শনিবার গ্রেপ্তারকৃতদের বাসায় তল্লাশি চালিয়েছে সিআইডি।
সম্প্রতি গ্রেপ্তারকৃতদের বাসায় শনিবার সকাল থেকেই তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। সিআইডি সূত্র জানিয়েছে, অধিকতর তদন্তের স্বার্থে তাদের বাসায় তল্লাশি চালানো হচ্ছে। এ সময় তাদের ব্যক্তিগত মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, সিআইডিতে এক্সপার্ট বিভিন্ন সিস্টেম রয়েছে। ডিএনএ ল্যাব, ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাবসহ অত্যাধুনিক প্রক্রিয়াগুলো ব্যবহার করে তদন্তগুলো পুঙ্খানুপুঙ্খ ও সুষ্ঠুভাবে করতে চায় তারা। তবে মামলাগুলোর তদন্তকাজ শেষ করতে সময় লাগবে বলে জানিয়েছেন তারা।