হোম > সারা দেশ > ঢাকা

শিল্প প্লট বরাদ্দে নীতিমালা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ২০০৩ সালে দেওয়া ২৪ প্লটের বরাদ্দ শর্ত মানলে বহাল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ২০১২ সালে স্বতপ্রণোদিতভাবে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার এ রায় দিয়েছেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের বেঞ্চ।

‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ এবং ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে ২০১২ সালে স্বতপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে বরাদ্দপত্র কেন বাতিল করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। 

সেইসঙ্গে অনিয়েমের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। পরে এতে পক্ষভুক্ত হয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রায়ের পর এইচআরপিবির প্রেসিডেন্ট মনজিল মোরসেদ বলেন, বরাদ্দ প্রাপ্ত অনেকে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনো শিল্প নির্মাণ করেননি। আদালত গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, যারা চুক্তি ভঙ্গ করে এখনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করেননি আগামী দুই বছরের মধ্যে শিল্প স্থাপনের কার্যক্রম শেষ করতে। অন্যথায় চুক্তি ভঙ্গের কারণে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 

মনজিল মোরসেদ আরও বলেন, হাইকোর্ট রায়ে বলেছেন- শিল্প প্লট বরাদ্দের জন্য নীতিমালা করে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা উচিত। গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন পরবর্তী যেকোনো শিল্প প্লট বরাদ্দ দেওয়ার আগেই নীতিমালা করতে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১