হোম > সারা দেশ > মাদারীপুর

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এছাহাক হাওলাদার স্থানীয় দোকানি। গতকাল রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এছাহাক হাওলাদার (৪৫) একই এলাকার আকাব্বর হাওলাদার ছেলে। 

ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল ৬ বছর বয়সী তিন শিশু। এ সময় পাশের চা দোকানদার এছাহাক শিশুদের বেশ কয়েকটি চকলেট দেয়। পরে তাদের কৌশলে এছাহাকের চা দোকানের ভেতর নিয়ে যায়। তবে এ সময় দুই শিশু কৌশলে দৌড়ে চলে যায়। পরে দোকান বন্ধ করে এক শিশুর ওপর পাশবিক নির্যাতন শুরু করে। 

শিশুটি চিৎকার শুরু করলে ভয়ে অভিযুক্ত এছাহাক তাকে ছেড়ে দেয়। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সব খুলে বললে শিশুটিকে সন্ধ্যার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘প্রথমে এলাকার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। অবস্থা খারাপ মনে করে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির মধ্যে এখনো ভয় আর আতঙ্ক কাজ করছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। মূলত চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে শিশুটির পরিবার অভিযোগ করছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।’ 

এদিকে অভিযুক্ত এছাহাকের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট