হোম > সারা দেশ > মাদারীপুর

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এছাহাক হাওলাদার স্থানীয় দোকানি। গতকাল রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এছাহাক হাওলাদার (৪৫) একই এলাকার আকাব্বর হাওলাদার ছেলে। 

ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল ৬ বছর বয়সী তিন শিশু। এ সময় পাশের চা দোকানদার এছাহাক শিশুদের বেশ কয়েকটি চকলেট দেয়। পরে তাদের কৌশলে এছাহাকের চা দোকানের ভেতর নিয়ে যায়। তবে এ সময় দুই শিশু কৌশলে দৌড়ে চলে যায়। পরে দোকান বন্ধ করে এক শিশুর ওপর পাশবিক নির্যাতন শুরু করে। 

শিশুটি চিৎকার শুরু করলে ভয়ে অভিযুক্ত এছাহাক তাকে ছেড়ে দেয়। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সব খুলে বললে শিশুটিকে সন্ধ্যার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘প্রথমে এলাকার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। অবস্থা খারাপ মনে করে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির মধ্যে এখনো ভয় আর আতঙ্ক কাজ করছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। মূলত চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে শিশুটির পরিবার অভিযোগ করছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।’ 

এদিকে অভিযুক্ত এছাহাকের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন