সুপ্রিম কোর্ট এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির ও মোহাম্মদ ইমরুল কায়েস খান এই রিট করেন।
এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে বিবাদী করা হয়েছে।
এর আগে বুধবার সব মোবাইল অপারেটরকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয়। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান হুমায়ন কবির।