হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে অপারেশন কার্যক্রম

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার ৫০ বছর পর শুরু হয়েছে সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

বাসাইল পৌরসভার বাসাইল পূর্ব পাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের (২৮) সিজার অপারেশনের মাধ্যমে এই প্রথম অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম সফল অপারেশনের পর মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। 

অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিজার অপারেশন পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. রাকিব, ডা. নাজমুন এবং ডা. আরিফ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, এই প্রথম বাসাইলে অপারেশন শুরু হলো। এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব অসহায়দের সর্বস্ব বিক্রি করে আর দৌড়াতে হবে না বিভাগীয় ও জেলা শহরের প্রাইভেট হাসপাতালগুলোতে। 

স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ায় খুশি উপজেলাবাসী। সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু