হোম > সারা দেশ > ঢাকা

সাম্প্রদায়িক অপতৎপরতায় সিএসও অ্যালায়েন্সের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে আগুন দেওয়াসহ নানাবিধ সহিংসতার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সিএসও অ্যালায়েন্স। আজ বৃহস্পতিবার সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক রাশেদা কে চৌধূরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, দেশে চলমান সাম্প্রদায়িক হামলার ঘটনায় দেশের নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত জোটের (সিএসও অ্যালায়েন্স) পক্ষ থেকে আমরা নিম্মক্ত নাগরিকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ঘটনার দ্রুত প্রতিকার দাবি করছি। সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে আগুন দেওয়াসহ নানাবিধ সহিংসতার ঘটনা ঘটেছে যা অত্যন্ত ঘৃণ্য অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনার ওপর এটা একটা বড় আঘাত। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। উন্নয়নের নানা সূচকে আমাদের অব্যাহত অগ্রগতির দাবি সত্ত্বেও এ ধরনের অশুভ তৎপরতা ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এ সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এলাকার জনপ্রতিনিধিগণের উদ্যোগ ও পূর্বপ্রস্তুতি থাকার দাবি সত্ত্বেও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে তাদের দুর্বলতা ও সক্ষমতার অভাবকে দৃশ্যমান করে তুলেছে। এ ঘটনাগুলোর পরম্পরায় এটা স্পষ্ট যে, কিছু চিহ্নিত উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে ধর্মকে পুঁজি করে এ ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমরা চাই অতিসত্বর এসব ধর্ম ব্যবসায়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করা হোক। 

বিবৃতিতে সবার অংশগ্রহণে, সব জনগোষ্ঠীর অধিকারভিত্তিক সহাবস্থানে, ধর্ম-বর্ণ এবং নারী-পুরুষ নির্বিশেষে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি, ব্যক্তির সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে উদ্বেগ প্রকাশকারী নাগরিকদের মধ্যে রয়েছে সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক রাশেদা কে চৌধূরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) র প্রেসিডেন্ট সুলতানা কামাল, ওয়াটারএইডের রিজিওনাল ডিরেক্টর খায়রুল ইসলাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, নিজেরা করি সমন্বয়ক খুশি কবির, মানুষের জন্য ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এহসানুর রহমান, এ্যাকশন এইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারপারসন মোরশেদ সরকার, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, এফএনবির চেয়ারপারসন জাকির হোসেন, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন এস এন কৈরী, এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ চৌধুরী, এসকেএসের নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ লিটন, সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, বিওয়াইএলসির নির্বাহী পরিচালক ইজাজ আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস