হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়া ডাকাতের হামলায় নিরাপত্তাকর্মীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।   

স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। 

মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।

নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯