হোম > সারা দেশ > ঢাকা

নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওষুধ কিনতে হবে নিবন্ধিত ফার্মেসি থেকে। আর কেনার সময় ওষুধ কোম্পানির ইনভয়েস (ক্রয় রসিদ) ফার্মেসি থেকে দেখে কেনার পরামর্শ দিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। 

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নকল ওষুধ থেকে বাঁচতে একই পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 

নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিটফোর্ডের মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির লিটন গাজী (৩২)। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।

মাহবুব আলম বলেন, রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধ মার্কেটের দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রির খবর জানতে পারে ডিবি। গতকাল শনিবার অভিযান চালিয়ে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৬ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়।

পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, `আমাদের তালিকা অনুযায়ী ৫০টির মতো নকল কারখানা রয়েছে। এই চক্রের মূল কেন্দ্র মিটফোর্ড ওষুধ মার্কেট। মিটফোর্ড থেকেই নকল ওষুধ দেশের সব ফার্মেসিতে যাচ্ছে। এগুলো দিনের বেলায় বন্ধ থাকে। রাতে কারখানা খোলে। তারা মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন করে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ওষুধ সারা দেশে পাঠিয়ে দেয়। 

ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাঈম গোলদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। নিবন্ধিত সব ওষুধের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। জনগণকে অবশ্যই ইনভয়েস নম্বর দেখে ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত। ইনভয়েস নম্বর হলো ওষুধের সার্টিফিকেট। যে কোম্পানি থেকে ওষুধ কেনা হয়, সেই কোম্পানির ইনভয়েস ওষুধ ফার্মেসিকে সংরক্ষণ করতে হয়। তাহলে ফার্মেসিগুলো চাপের মুখে থাকবে। এতে নকল ওষুধের চাহিদা তারা দেবে না।

নকল ওষুধের ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, নকল ওষুধ খেলে লিভার ও কিডনিতে সমস্যা হয়। সে কারণে বাংলাদেশে লিভার ও কিডনিজনিত রোগী বাড়ছে।  

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯