হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জিরো পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান

জবি সংবাদদাতা 

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  

আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। 

আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো। 

কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব। 

আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। 

এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়। 

এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর