হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে মাদক-ছিনতাইবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

আজকের পত্রিকা ডেস্ক­

মোহাম্মদপুরে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযান চলে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত। পরে সকালে গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

এসি মেহেদী হাসান বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা-পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে। এ ছাড়া ডেভিল হান্টের অভিযানে ৭ জন এবং গভীর রাতে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়। তাদের আজই আদালতে পাঠানো হচ্ছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। এ সময়ে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানেও তাদের নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছিল। গত শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা