হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি তুলতে আবারও কাজ শুরু, আজকেই উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি সোজা করতে কাজ শুরু করেছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। আজ সোমবার সকালে জেনুইনের পাঁচটি উইন্স এই কাজ শুরু করে। 

ফেরির সঙ্গে তিন, চার ও পাঁচ ইঞ্চি তার বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে মেশিন। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ৫০ জন কর্মী ফেরি উদ্ধারে কাজ করছে। ফেরিটি তুলতে খরচ ধরা হয়েছে ২ কোটি টাকা। 

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, আজকের মধ্যেই কাত হয়ে থাকা ফেরিটি তুলে সোজা করা হবে। এরপর ফেরির মধ্যে থাকা পানি সেচে খালি করে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। পরে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যায়। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। পরে ফেরিটি তুলতে ২ কোটি টাকা কন্টাক্ট করে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন