ঢাকার আমিনবাজারের তুরাগ নদে শনিবার ট্রলার দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজনসহ চারজনই শিশু। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
আমিনবাজার নৌ পুলিশের ওসি আলমগীর কবির জানান, রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, শনিবার সকালে একটি ব্লাকহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল নিখোঁজ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। বিকেল পৌনে পাঁচটার দিকে একটি ছেলে ও মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শিশুদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে। এখনো অন্তত দুজন নিখোঁজ রয়েছে।