হোম > সারা দেশ > ঢাকা

মশা নিয়ন্ত্রণ করতে না পারলে ডেঙ্গু রোগী বাড়বেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রায় সব জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালেও অনেক রোগী। এটা কাম্য নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে, কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই।’

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষকে সচেতন হতে হবে। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশা নিধনে জোরালোভাবে কাজ করতে হবে। হাসপাতালে ৩ হাজারের বেশি রোগী ভর্তি। আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু রোগীর সংখ্যা না কমালে মৃত্যুর সংখ্যা কমানো কঠিন।’ 

অনুষ্ঠানে জাহিদ মালেক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। শিগ্‌গিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যেসব এলাকায় মশা বেশি, সেসব এলাকায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু