সদ্য বরখাস্ত হওয়া ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদের মারধরে আহত ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে তিনি বিএসএমএমইউতে যান।
হাসপাতাল থেকে বেরিয়ে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না। দুজন অফিসারকে আইডেনটিফাই করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিও রিপোর্ট দিলে কার কতটুকু দোষ সেটা জানা যাবে।
আরও পড়ুন