হোম > সারা দেশ > ঢাকা

সৌদি ছাড়লেও দেশে ফেরেননি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিল সরকার। গত ১৪ আগস্ট এ নির্দেশ জারির পর প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তিনি দেশে ফেরেননি।

অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ৬ রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাঁদের দেশে ফিরতে নির্দেশ দেয়।

ঢাকা ও রিয়াদের তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে সর্বশেষ গত ২৮ আগস্ট সৌদি রাজধানী ত্যাগ করেন। রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে আমেরিকা চলে যাওয়ার কথা জানিয়ে গেছেন।

জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, চেষ্টা করেও সেই নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে ২০২০ সালের ১৩ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাঁকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট অন্য যাঁদের চুক্তি বাতিল করে দেশে ফিরতে বলা হয়েছিল, তাঁরা সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তাঁরা হলেন, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব