হোম > সারা দেশ > ঢাকা

সৌদি ছাড়লেও দেশে ফেরেননি রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিল সরকার। গত ১৪ আগস্ট এ নির্দেশ জারির পর প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তিনি দেশে ফেরেননি।

অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ৬ রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাঁদের দেশে ফিরতে নির্দেশ দেয়।

ঢাকা ও রিয়াদের তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে সর্বশেষ গত ২৮ আগস্ট সৌদি রাজধানী ত্যাগ করেন। রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে আমেরিকা চলে যাওয়ার কথা জানিয়ে গেছেন।

জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, চেষ্টা করেও সেই নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে ২০২০ সালের ১৩ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাঁকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট অন্য যাঁদের চুক্তি বাতিল করে দেশে ফিরতে বলা হয়েছিল, তাঁরা সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তাঁরা হলেন, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির