হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন তাবলীগের সাদপন্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবিতে তাবলীগে একাংশের সড়কে অবস্থান। ছবি: আজকের পত্রিকা

তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁর অনুসারীরা।

আজ মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

সকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েক শ মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাঁদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন।

মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবিতে তাবলীগে একাংশের সড়কে অবস্থান। ছবি: আজকের পত্রিকা

স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সাদ কান্ধলভি দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বয়ান এবং আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তবে ২০১৮ সাল থেকে তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে তাবলিগ জামাতের একাংশ হতাশ ও ক্ষুব্ধ। তাঁর উপস্থিতিতে ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা বৃদ্ধি পেত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা থাকত।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। তাঁর ইজতেমায় অংশগ্রহণ নিয়ে এক পক্ষ বিরোধিতা করায় বাংলাদেশ সরকার তাঁর ভিসা দেওয়া বন্ধ করে।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা সাদের অনুসারীরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু