হোম > সারা দেশ > ঢাকা

দেখা হলো তাঁদের, কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলেন শরীফ

বাবা-মার বিরোধে এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হচ্ছে জাপানে বেড়ে ওঠা দুই শিশুর। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আলাদাভাবে বাবা ও মা আজ মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করেছে। এ সময় এক ঝলক সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে চোখাচোখি হয়ে যায়। স্বামী কথা বলার চেষ্টা করলেও জাপানি স্ত্রী এড়িয়ে যান। 

আজ সকালে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রথমে আসেন জাপানি নারী নাকানো এরিকো (৪৬)। সন্তানদের সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি। ১২টার দিকে সেখানে উপস্থিত হন বাবা বাংলাদেশি-আমেরিকান শরীফ ইমরান। তখনো এরিকো ভেতরে। এ কারণে কর্তৃপক্ষ তাঁকে অপেক্ষা করতে বলেন। 

দেড়টার দিকে বাইরে আসেন এরিকো। শ শ ব্যস্ত হয়ে এরিকোর সামনে গিয়ে দাঁড়ান শরীফ। কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু এরিকো হাত নেড়ে বুঝিয়ে দেন, এখন তুমি ভেতরে যেতে পারো। সাংবাদিকেরাও তাঁকে ছেঁকে ধরেন। কিন্তু কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান এরিকো। 

দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ৩১ আগস্ট শিশুদের হাইকোর্টে হাজির করতে হবে। 

গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শিশুদের বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম। জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 

জানা গেছে, নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন। 

শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন