হোম > সারা দেশ > ঢাকা

মোঅ্যাবের আহ্বায়ক বাসেত, সদস্যসচিব জসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (মোঅ্যাব) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া ও সদস্যসচিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

সম্প্রতি এক অনলাইন মিটিংয়ে এই কমিটি গঠন করা হয়। এ সময় গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি ও গবেষণাপ্রতিষ্ঠানে অবস্থানরত অ্যালামনাইদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে মালয়েশিয়ান হাইকমিশনের সহযোগিতায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের গবেষণার উন্নয়নে কাজ করতে মোঅ্যাব গঠন করা হয়।

সভায় ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন গম গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পারভেজ আনোয়ার, দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মো. সাজ্জাদ হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খাঁন, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাউসার, অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল এহসান, ড. মো. হারুনুর রশিদ, ড. নাসরিন সুলতানা, ড. কে এম রেজাউল করিম, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ নাদির বিন আলী, ড. মোহাম্মদ আসাদ উল্লাহ ও ড. প্রধান মাহবুব ইবনে সিরাজ।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর