হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলের দূষিত পানিতে লোহাও গলে যাবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা শহরে হাতিরঝিল একটা আদর্শ জলাধার। তবে দুর্ভাগ্যবশত এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, `হাতিরঝিলের পানি এত দূষিত এখানে মাছ তো বাঁচবে না, লোহা দিলেও তা গলে যাবে।'

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে `নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেক্টরের পঞ্চাশ বছরের অর্জন ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওয়াটারএইড।

তাজুল ইসলাম বলেন, `হাতিরঝিলের পরিস্থিতি উন্নয়নে কাজ করতে হবে। এটা এভাবে হতে পারে না। এটা নিয়ে আমরা বসব। যার যে কাজ করার দরকার, তাদের সে দায়িত্ব দিতে হবে। আপনিও সব কাজের জন্য যোগ্য না, আমিও সব কাজের জন্য যোগ্য না। সবকিছু আমি চাই, আমার অধীনে থাকবে, তবে আমি কোনোটাই করব না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। দায়িত্বশীল সংস্থার কাছে হাতিরঝিলের দায়িত্ব থাকা উচিত।' 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষকে নিরাপদ পানির আওতায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া গ্রাম ও শহরের বৈষম্যও দূর করা হয়েছে। 

তাজুল ইসলাম জানান, খালগুলোকে সিটি করপোরেশনের অধীনে দেওয়া হয়েছে। এতে খালগুলো দখল মুক্ত করা অনেক সহজ হবে। জায়গা দখল মুক্ত করতে গিয়ে বিভিন্ন সরকারকে অনেক কোম্পানির কাছে মাথা নত করে চলে আসতে হয়েছে। তবে অনেক জায়গা দখল মুক্ত করে ঢাকার দুই মেয়র দেখিয়েছেন। একশ ফিট খালের মধ্য ৮০ ফিট দখল করে একজন ভবন করেছে, সেটা ভেঙে মেয়র তাপস খাল উদ্ধার করেছেন। এই সাহস যাদের আছে, সেই মেয়রদের নেতৃত্বে অনেক কাজ করা সম্ভব। নভেম্বর ডিসেম্বর থেকে আবার দখল মুক্ত করার কাজ শুরু করতে হবে। 

এ ছাড়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ. খান, অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ। 

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, সকলের জন্য মৌলিক পানীয় জল সরবরাহ সেবা নিশ্চিতকরণের পাশাপাশি উন্মুক্তস্থানে মলত্যাগের হার প্রায় শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করেছে। টেকসই উন্নয়ন অভীষ্ট-৬, সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ অর্জনে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ফলে, ২০৩০ সালের মধ্যে এসডিজি-৬ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ