হোম > সারা দেশ > ঢাকা

অস্বস্তি, ভোগান্তি নিয়ে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘যাওয়ার সময় কোনো ঝামেলাই হয় নাই। আরামে গে‌ছি। আসার সময় আমার মাথার ওপর চারমাথা। এত ভিড়’—কথাগুলো বল‌ছিলেন ঈদের ছু‌টি শেষে ঢাকায় ফেরা ট্রেনযাত্রী শাহ আলম। উপকূল এক্সপ্রেসে চড়ে তি‌নি এসেছেন নোয়াখালী থেকে। 

শুধু শাহ আলমই নন। আজ মঙ্গলবার ট্রেনে চড়ে রাজধানীতে ফেরা অনেক যাত্রীই এমন ভোগান্তি আর অস্বস্তির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনে উপচে পড়া ভি‌ড় ছিল। অনেক যাত্রী ফিরেছেন দাঁড়িয়ে থেকে। তবে ভোগান্তি থাকলেও শি‌ডিউল বিপর্যয় ঘটে‌নি কোনো ট্রেনে। 

দুপুর ১২টার দিকে কমলাপুর স্টেশনের একাধিক প্ল‌্যাটফরমে ছিল উপকূল ও সিরাজগঞ্জ এক্সপ্রেসে করে আসা যাত্রীদের ভিড়। একে একে নামছেন আর গন্তব্যে ফিরছেন।

উপকূল এক্সপ্রেসে আসা আরেক যাত্রী মো. ইব্রাহীম আজকের প‌ত্রিকাকে বলেন, ট্রেনে যেতে-আসতে সব সময়ই কষ্ট হয়। তবে এবার যেতে কোনো কষ্ট হয়‌নি, আসতে খুব কষ্ট হইছে। 

ঈদের ছুটি শেষের অভিজ্ঞতা মোটেও স্বস্তিদায়ক ছিল না বলে জানালেন টাঙ্গাইল থেকে আসা যাত্রী মোরশেদুর রহমান। তি‌নি বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসে করে আসছি। টি‌কিট আগে থেকে কাটা ছিল। কিন্তু উঠতে গিয়েও ভিড়, নামতে গিয়েও একই অবস্থ‌া। কার আগে কে নামবে এ নিয়ে হুড়োহুড়ি। বাচ্চা দুইটা খ‌ুব কষ্ট পাইছে।’ 

সিরাজগঞ্জ এক্সপ্রেসে ফেরা আরেক যাত্রী শার‌মিন মাহমুদ বলেন, ‘অফিস খুলে গেছে। নয়তো এই কষ্ট করে আসতাম না। এক সিটের ওপর অনেক মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে ছিল। ওঠানামায় নারীদের জন‌্য কোনো সুব‌্যবস্থা নেই। রেলওয়ের উচিত এ ব‌্যাপারে দৃ‌ষ্টি দেওয়া।’ 

লিখন নামের এক য‌াত্রী বলেন, ‘এই জা‌র্নিটা ছিল খুবই পেইনফুল। সেবার মান ভালো না। ওয়াশরুম এত নোংরা। কোনো রকমে ঢাকায় ফিরে‌ছি।’

টি‌কিট নিয়েও দাঁড়িয়ে আসতে হয়েছে কিছু যাত্রীকে। এমন অভিজ্ঞতার কথা জানালেন সিরাজগঞ্জ এক্সপ্রেসে আসা যাত্রী আব‌ুল কালাম। তি‌নি বলেন, ‘এক ব‌গিতে দুই শতাধিক যাত্রী দাঁড়িয়ে আসছে। আমিসহ পাঁচজন টি‌কিট নিয়েও সিট পাইনি। খুব ভিড় ছিল। তবে সময়মতো আসতে পেরে‌ছি।’ 

ঢাকার বিমানবন্দর স্টেশনে আসার পর বসতে পেরেছেন বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী সীমা। তিনি আজকের প‌ত্রিকাকে বলেন, ‘টি‌কিট পেয়ে‌ছি। কিন্তু নরসিংদী থেকে দাঁড়িয়ে আসতে হয়েছে। বিমানবন্দ‌র স্টেশনে আসার পর সিট পেয়ে‌ছি।’ তি‌নি আরও জানান, উপকূল এক্সপ্রেসের ছাদেও প্রচুর যাত্রী ছিল। 

তবে ট্রেনে ঈদ শেষে ফেরা বেশ নি‌র্বিঘ্নের বলে দা‌বি করেছেন কমলাপুর স্টেশন ম‌্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি আজকের প‌ত্রিকাকে বলেন, ট্রেনে মানুষ নি‌র্বিঘ্নে ঢাকায় ফিরছে। কোনো শি‌ডিউল বিপর্যয় ঘটে‌নি।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে