হোম > সারা দেশ > ঢাকা

বেড়েছে শাটল বাসের র‍্যাপিড পাস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় যানজট কমাতে চালু হয়েছিল মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও মতিঝিল পর্যন্ত চলার অপেক্ষায় ছিল। আজ রোববার থেকে সেটিও পূরণ হয়েছে। 

অন্যদিকে মেট্রোরেলকেন্দ্রিক যাত্রী টানতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে শাটল বাস। 

উত্তরা (হাউস বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসি কর্তৃক পরিচালিত মেট্রোরেল শাটল বাস সার্ভিসের জন্য গত বুধবার থেকে টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। তবে র‍্যাপিড পাস বিক্রির ক্ষেত্রে যাত্রীদের থেকে দারুণ সাড়া পেয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। 

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার ১০০টি র‍্যাপিড পাস বিক্রি হয়েছে। আগামীকাল থেকে ২৫০টি করে বিক্রি করা হবে।’ 

তিনি বলেন, ‘আজ থেকেই বিক্রি শুরু হয়েছে। মতিঝিল আর দিয়াবাড়িতে। যতক্ষণ মেট্রোরেল চলবে ততক্ষণ পর্যন্ত। মতিঝিলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছিল। আজ ৩০ মিনিটে ৫০টা বিক্রি হয়েছে।’ 

র‍্যাপিড পাস বিক্রির লোকেশন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল মিরপুর ১০, আগারগাঁও, মতিঝিল ও দিয়াবাড়ি থেকে র‍্যাপিড পাস বিক্রি করা হবে।’ 

এর আগে বুধবার ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন দিয়াবাড়ি মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উত্তরা (হাউস বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টারের উদ্বোধন করা হয়।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪