হোম > সারা দেশ > ঢাকা

বেড়েছে শাটল বাসের র‍্যাপিড পাস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় যানজট কমাতে চালু হয়েছিল মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও মতিঝিল পর্যন্ত চলার অপেক্ষায় ছিল। আজ রোববার থেকে সেটিও পূরণ হয়েছে। 

অন্যদিকে মেট্রোরেলকেন্দ্রিক যাত্রী টানতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে শাটল বাস। 

উত্তরা (হাউস বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসি কর্তৃক পরিচালিত মেট্রোরেল শাটল বাস সার্ভিসের জন্য গত বুধবার থেকে টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। তবে র‍্যাপিড পাস বিক্রির ক্ষেত্রে যাত্রীদের থেকে দারুণ সাড়া পেয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। 

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার ১০০টি র‍্যাপিড পাস বিক্রি হয়েছে। আগামীকাল থেকে ২৫০টি করে বিক্রি করা হবে।’ 

তিনি বলেন, ‘আজ থেকেই বিক্রি শুরু হয়েছে। মতিঝিল আর দিয়াবাড়িতে। যতক্ষণ মেট্রোরেল চলবে ততক্ষণ পর্যন্ত। মতিঝিলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছিল। আজ ৩০ মিনিটে ৫০টা বিক্রি হয়েছে।’ 

র‍্যাপিড পাস বিক্রির লোকেশন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল মিরপুর ১০, আগারগাঁও, মতিঝিল ও দিয়াবাড়ি থেকে র‍্যাপিড পাস বিক্রি করা হবে।’ 

এর আগে বুধবার ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন দিয়াবাড়ি মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উত্তরা (হাউস বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টারের উদ্বোধন করা হয়।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব