হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ডেমরায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ডিপিডিসি অফিসের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে বিক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জড়ো হয়ে সমস্যাগুলো প্রকৌশলীর কাছে তুলে ধরেন। 

সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় ভুক্তভোগী গ্রাহকদের হট্টগোলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে নির্বাহী প্রকৌশলী তাঁদের বুঝিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

গ্রাহকদের দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের মতো পোস্ট পেইড মিটার সংযোগ, অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সব অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিসাধন থেকে রক্ষা করতে হবে। 

এ সময় হয়রানির শিকার বিক্ষুব্ধ গ্রাহকেরা ডেমরা ডিপিডিসিকে সাত দিনের আলটিমেটাম দেন। 

বিক্ষোভে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী, রসুলবাগ, আদর্শনগর, সানারপাড়, মদানীনগর, নয়াআটি মুক্তিনগর, বাগমারাসহ ডেমরার বিভিন্ন এলাকার কয়েক শ গ্রাহক অংশ নেন। 

এ বিষয়ে ডেমরা ডিপিডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, ‘এক দিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা