হোম > সারা দেশ > ঢাকা

জেএমবির দাওয়াহ শাখার প্রধান ওয়াহিদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। 

গতকাল বুধবার রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান। 

এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, হাফেজ ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে জঙ্গিবাদে জড়িয়ে পাড়েন ওয়াহিদুল। পরে দিনাজপুর ও নীলফামারী এলাকার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। 

তিনি জানান, গত বছর ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওয়াহিদুলের কথা জানায়। 

মোহাম্মদ আসলাম জানান, গ্রেপ্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। পরে একই বছর ১১ ডিসেম্বর অ্যান্টি টেরোরিজম ইউনিট নীলফামারীতে অভিযান চালিয়ে জেএমবির আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এতে ওই এলাকার সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। 

তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করেন। গ্রেপ্তার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ