হোম > সারা দেশ > ঢাকা

‘১২ বছর হয়ে গেছে, বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মায়ের ডাকের মানববন্ধনে বিগত সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

গুমের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার মানববন্ধন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা হাইকোর্ট মাজার গেটের সামনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, গুম থেকে ফিরে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকনসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে গুমের শিকার গাড়িচালক কাওসারের মেয়ে লামিয়া মীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি। আমার কি অধিকার নেই বাবাকে দেখার। আমার বাবাকে যাঁরা গুম করেছেন, তাঁরা এখনো স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের কেন কোনো বিচার হচ্ছে না। আমরা দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারছি না। আর যাঁরা গুম করেছেন, তাঁরা ঠিকই এসি রুমে ঘুমাচ্ছেন। আমি আমার বাবাসহ সব চাচ্চুদের ফেরত চাই। আমি চাই না এই বাংলাদেশে আর কোনো গুম হোক। আর কোনো সন্তানের চোখের পানি পড়ুক।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁরা ‘আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না’; ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভরো’ ইত্যাদি স্লোগান দেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল