হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে জুট মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

ফরিদপুর প্রতিনিধি

আলতু খান জুট মিল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।

সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’

এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট