হোম > সারা দেশ > ঢাকা

বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। 

এতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মাহমুদুল হাসান অর্ণব, কর্মী মোজাম্মেল হক আহত হয়েছেন বলে জানা যায়। আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়ামের অনুসারী মাসরুক হাসান সুজন, ঢাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু, ছাত্রলীগকর্মী তারেক ইট পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে। 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের কিছু নেতা কর্মী মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বামপন্থী সংগঠনসমূহ মিছিল নিয়ে আসছিল। মিছিলটি একটি অ্যাম্বুলেন্সকে যেতে দিলেও ছাত্রলীগ নেতা কর্মীদের যেতে দেওয়া হয়নি। তখন একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে হামলা করা হয়। 

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে তাঁদের আসতে দেওয়া হয়নি। তবে একটি অ্যাম্বুলেন্সকে সে সময়ে সাইড দেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে বামপন্থী সংগঠনসমূহের নেতা কর্মীদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ জানানো হয়নি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু