হোম > সারা দেশ > ঢাকা

বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। 

এতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মাহমুদুল হাসান অর্ণব, কর্মী মোজাম্মেল হক আহত হয়েছেন বলে জানা যায়। আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়ামের অনুসারী মাসরুক হাসান সুজন, ঢাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু, ছাত্রলীগকর্মী তারেক ইট পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে। 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের কিছু নেতা কর্মী মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বামপন্থী সংগঠনসমূহ মিছিল নিয়ে আসছিল। মিছিলটি একটি অ্যাম্বুলেন্সকে যেতে দিলেও ছাত্রলীগ নেতা কর্মীদের যেতে দেওয়া হয়নি। তখন একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে হামলা করা হয়। 

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে তাঁদের আসতে দেওয়া হয়নি। তবে একটি অ্যাম্বুলেন্সকে সে সময়ে সাইড দেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে বামপন্থী সংগঠনসমূহের নেতা কর্মীদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ জানানো হয়নি।’

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল