হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা, নিহত স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী মারা গেছেন। গতকাল রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়ার স্বামী আরিফ হাসান রাজধানীর ধানমন্ডি থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। 
 
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাইওয়ে থানা-পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাত ১১টার দিকে আরিফ হাসান তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীতে যাচ্ছিলেন। মহাসড়কের সাভারের জাদুরচর এলাকায় পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। গাড়ির চাপায় আরিফ হাসান ও তাঁর স্ত্রী আহত হন। 

পুলিশ ও স্বজনেরা জানান, আহত অবস্থায় স্থানীয়রা আরিফ ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবশ্য তার আগেই মারা যান তানিয়া। এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, রোববার রাত ১২টার দিকে আরিফ হাসান ও তানিয়াকে হাসপাতালে আনা হয়। এর আগেই পথে তানিয়ার মৃত্যু হয়। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এস আই আরিফ হাসান তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। একটি যানবাহনের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। এতে আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা যান। তবে কী ধরনের যানবাহন তাঁদের চাপা দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট