হোম > সারা দেশ > ঢাকা

তিন মাসে ঢাকায় ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নিয়মিত অভিযান পরিচালনা করে। চেকপোস্ট করে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এরপরও কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রিমিনাল ডেটাবেইস পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাইকারী চক্রের নাম শনাক্ত করে অভিযান চলমান।

ছিনতাইকারী গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন মাসেই ৮১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, ‘ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম চলমান। আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব