হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় ২টি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 

ভাড়া নিয়ে বাকবিতন্ডায় ২টি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা-আরিচা সড়কে রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাস দুটি আটক করেন তাঁরা। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বাস দুটি আটকে রাখা হয়েছে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান পাপন অভিযোগ করেন, তিনি গতকাল বিকেলে রইছ পরিবহনের একটি বাসে ওঠেন ইসলামপুর যাওয়ার জন্য। বাসের সহকারী ভাড়া চাইলে তিনি ২০০ টাকার নোট দেন। তার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা।

কিন্তু বাসের সহকারী তাঁকে ৮০ টাকা ফেরত দেন এবং বাকিটা পরে দেবেন বলে জানান। তিনি বাস থেকে নামার সময় বাকি ১১০ টাকা ফেরত চাইলে বাসের সহকারী জানান, তিনি ১০০ টাকার নোট দিয়েছেন আর কোনো টাকা পান না। এরপর কথা-কাটাকাটি হলে বাসের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে বাসের ভেতরের দিকে ঢুকিয়ে গালিগালাজ করেন। এরপর তাঁরা রাত সাড়ে ৮টার দিকে রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখেন।

মাহামুদুল হাসান আরও বলেন, ‘আমার সঙ্গে খারাপ ব্যবহারের কারণে আমরা বাস আটকে রেখেছি। প্রক্টর স্যার ও বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আজ আসার কথা বলেছে। ওই হেলপার এসে ক্ষমা চাইলে বাস ছেড়ে দেওয়া হবে।’

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি বাস আটকে রাখা হয়েছে। বাসের মধ্যে চালক ও হেলপারেরা শুয়ে-বসে অলস সময় পার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, রইছ পরিবহনের দুটি বাস আটকে রাখা হয়েছে। সহকারী প্রক্টর মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা আসবেন আসবেন করে এখনো আসেননি। তাঁরা এলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির