হোম > সারা দেশ > ঢাকা

‘জেলা প্রশাসনের কর্মকর্তাদের আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেলা প্রশাসনের কর্মকর্তাদের ‘বেপরোয়া আচরণে’ ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ‘স্থানীয় এমপিদের পাত্তা দেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারও কারও আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো!’

আজ মঙ্গলবার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এমন মন্তব্য করেন বলে জানান আইনজীবী তৈমুর আলম খন্দকার।

তৈমুর আলম বলেন, ‘কক্সবাজারের রামুর ব্যবসায়ী নুরুল ইসলাম লিজ নেন গত বছরের ৯ মার্চ। অথচ বুঝিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ১৮ জানুয়ারি। এর আগে বিষয়টি ডিসিকে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আট মাসে দখল বুঝে না পাওয়ায় কোনো আয় করা সম্ভব হয়নি। যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরপরই ক্ষতিপূরণ চেয়ে ১৪ ফেব্রুয়ারি রিট করা হয়।’

শুনানি শেষে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমলারা নিজের এলাকায় তাঁদের শাসনকর্তা মনে করেন। তাঁরা জমিদার মনে করেন নিজেদেরকে। এর ফলে ভূমিদস্যুরা জমি দখল করে নিচ্ছে। ডিসিদের দায়িত্ব হলো ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করা, জমি রক্ষা করা। কিন্তু ডিসিরা কোনো ভূমিকা রাখেন না।’

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’