মুন্সিগঞ্জের সিরাজদিখানে-১ (কাকালদী) ও ৫-(বালুচর) বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (৫-৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার সিরাজদীখান জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।
সিরাজদিখান-১ কাকালদী উপকেন্দ্রের আওতাধীন মালখানগর, বয়রাগাদী, ইছাপুরা, মধ্যপাড়া, জৈনসার ও কোলা এই ৬টি ইউনিয়নে একদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ৫-বালুচর উপকেন্দ্রের আওতাধীন বালুচর ও লতব্দী এই ২টি ইউনিয়নে দুই দিন বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৫-৬ জানুয়ারি দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সে জন্য আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে বিষয়টি গ্রাহকদের জানিয়ে দিয়েছি। বালুচর ২ দিন আর তালতলা উপকেন্দ্রে এক দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ডেপুটি জেনারেল আরও বলেন, যান্ত্রিক কোনো সমস্যা না ঘটলে ৩টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।