হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত কসমেটিকস আনলেন বিমানবালা, মুচলেকা দিয়ে ছাড়া

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০-এর ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্বাভাবিক পরিমাণ কসমেটিকস ও মিল্ক পাউডার নিয়ে এসে আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটের একজন বিমানবালা বা ফ্লাইট স্টিউয়ার্ডেস। পরবর্তীতে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর রুটিন চেকআপের অংশ হিসেবে বিমানের সিকিউরিটি বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা ক্রুদের তল্লাশি চালান। এ সময় ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামার কাছে সন্দেহজনকভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি কসমেটিকস ও মিল্ক পাউডার পাওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, এই ধরনের পণ্যের শুল্ক আদায়ের দায়িত্ব মূলত কাস্টমস কর্তৃপক্ষের। ফলে বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শুধু মুচলেকা নিয়ে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামাকে ছেড়ে দেয়।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে, আটক হওয়া ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা মহানগর উত্তর বিএনপির নেতা ফাহিমের স্ত্রী। এ কারণে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা আজকের পত্রিকা'কে বলেন, এটি বিমানের রুটিন চেক ছিল। কসমেটিকস ও মিল্ক পাউডার শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এনেছেন বলেও দাবি করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০-এর ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের বিরুদ্ধে লাগেজের মাধ্যমে বিদেশি পণ্য এনে দেশের বাজারে বিক্রির অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুলশান ও বনানীর বিভিন্ন দোকানে এই পণ্যগুলো খোলা বাজারে পাওয়া যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং কাস্টমস আইনের লঙ্ঘন।

আরও খবর পড়ুন:

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ