মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
আজ বুধবার সকালে চরজানাজাত নৌ-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীতে বুধবার অভিযান চালায় নৌ-পুলিশ। চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় পাঁচ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন—শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম (৩২), জাবেদ (২৮), মুন্সিগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ (৩২), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন (২০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (২৫)।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমীন বলেন, পাঁচ জেলে আটকের সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটকদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান চলমান রয়েছে।