অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক এই পরিচালকের আগাম জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেওয়া হয়।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে ৪ সপ্তাহ সময় বেঁধে দেন।
অর্থ আত্মসাতের অভিযোগে এসবিএসির সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ১২ কোটি ১১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।