রাজধানীর উত্তর বাড্ডায় আবুল কাশেম নামের এক সাংবাদিকের ভাড়া বাসায় চুরি হয়েছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোর চক্র ল্যাপটপ ও স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে। আবুল কাশেম ঢাকা মেইল নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র সাংবাদিক।
জানা যায়, সোমবার সকালে বাসায় তালা দিয়ে অফিসে যান আবুল কাশেম। সন্ধ্যায় ফিরে ফ্ল্যাটের প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে ল্যাপটপ, স্বর্ণালংকারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সাংবাদিকের বাসায় চুরির বিষয়টি জেনেছি। দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।’