হোম > সারা দেশ > ঢাকা

অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)। 

অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন। 

ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন। 

 ২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন। 

 ২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি। 

দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত