সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বেলা সাড়ে ৩টার দিকে সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে শুরু হয় মূল অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা অনুষ্ঠানে ‘সুফিয়া কামাল: বাধা পেরিয়ে নারীর অভিযাত্রা’ শীর্ষক স্মারক বক্তব্য দেন।
এরপর বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীকে দেওয়া হয় সুফিয়া কামাল সম্মাননা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী এ এম এম মহীউজ্জামান চৌধুরী এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
এ ছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠশীলনের আবৃত্তিশিল্পীরা।