হোম > সারা দেশ > টাঙ্গাইল

নারী গ্রামপুলিশকে শ্লীলতাহানির চেষ্টায় ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোশাররফ হোসেনকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ইউনিয়নের এক নারী  গ্রামপুলিশ শ্লীলতাহানির অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা দেন। 

ইউপি সচিব মোশাররফ হোসেন মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামের খোরশেদ আলমের ছেলে। 
 
কালিয়া ইউপির চেয়ারম্যান এসএম কামরুল হাসান ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই নারী গ্রামপুলিশ ইউনিয়ন পরিষদের দোতলার একটি কক্ষ পরিষ্কার করতে যান। এ সময় ইউপি সচিব মোশাররফ হোসেন ওই কক্ষে গিয়ে নারী গ্রামপুলিশকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে নারী গ্রামপুলিশ দৌড়ে নিচে নেমে এসে চেয়ারম্যানসহ উপস্থিত সবাইকে বিষয়টি অবহিত করেন। এরপর ওই ইউপির চেয়ারম্যান কামরুল হাসান তাৎক্ষণিক ঘটনাটি ইউএনও চিত্রা শিকারীকে জানান। পরে ইউএনও চিত্রা শিকারী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউপি সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন। 
 
ইউএনও চিত্রা শিকারী বলেন, শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ায় ইউপি সচিব মোশাররফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির