হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আ.লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় তাঁরা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে এই অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সঙ্গে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গতকাল রোববার রনি হোসেনের সঙ্গে বেলাল হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ করেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর কর্মী-সমর্থকেরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছেড়ে না দেওয়ায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।

স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তাঁর সহযোগীদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমণ করেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন গ্রেপ্তারের পর সম্প্রতি জামিন নিয়ে আসেন। আজ সোমবার রনি হোসেনের দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতারা ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেনকে থানায় আনার পর তাঁর কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেন। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন